দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ ও ফেরি চলাচল আবারও ঘন কুয়াশার কারণে বন্ধ রয়েছে। এ রুটের ফেরি চলাচল বন্ধ হয়ে যায় মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১০টার পর থেকেই। দুর্ঘটনা এড়াতে পরে লঞ্চ চলাচলও বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
এছাড়া কুয়াশার ঘনত্ব বেশি থাকায় দিক-নির্দেশনামূলক বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় নৌপথের রাস্তা নির্ণয় করতে না পারায় মাঝ পদ্মায় চারটি ফেরি নোঙর করতে বাধ্য হয়।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল এ তথ্য নিশ্চিত করে বলেন, সন্ধ্যা পর থেকেই কুয়াশা পড়তে থাকে নদীতে। কিন্তু ১০টার দিকে মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব বেশি থাকায় নৌপথের রাস্তার নির্ণয় করতে না পারার কারণে মাঝ পদ্মায় চারটি ফেরি নোঙর করে আছে। কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।
অপরদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয়ঘাটে নদী পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে অসংখ্য যানবাহন। এতে অন্তত দুই প্রান্তে ৫ কিলোমিটার করে ১০ কিলোমিটার যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।
কনকনে শীত ও কুয়াশার মধ্যে সারারাত আটকে থেকে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন পণ্যবাহী যানবাহনের চালক-হেলপার, বাসযাত্রী ও পরিবহন শ্রমিকরা। দুর্ভোগ পোহাতে হচ্ছে ঘাটের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও।
অভিযোগ পাওয়া গেছে, এ অবস্থার মধ্যে ঝুঁকি নিয়ে বুধবার ভোর থেকে সুযোগ বুঝে কিছু ট্রলার ও স্পিডবোটচালক অধিক ভাড়া নিয়ে যাত্রী পারাপার করছেন।