নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে বিস্ফোরণের পর সেখানকার বাসিন্দারা পড়েছেন চরম দুর্ভোগে। গ্যাস না থাকায় বিকল্প হিসেবে রান্না করছেন মাটির চুলায়। কিন্তু এভাবে আর কতোদিন?এ উত্তর জানা নেই কারো!
মসজিদে এসি বিস্ফোরণের পর তিন দিন ধরে বন্ধ পুরো তল্লা এলাকার গ্যাস সংযোগ।
অনেকেই মাথায়, হাতের মুঠোয় কিংবা রিকশায় করে নিয়ে আসছেন জ্বালানি কাঠ। যা দিয়ে রান্না হবে আহার, হবে ক্ষুধা নিবারণ। গেলো শুক্রবার এশার নামাজের সময় পশ্চিম তল্লায় মসজিদে এসি বিস্ফোরণের পর চরম ভোগান্তিতে পুরো এলাকাবাসী।
এভাবে আর কতোদিন? এই প্রশ্ন স্থানীয়দের। তিতাস কর্তৃপক্ষের কর্মকাণ্ড নিয়েও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
সঙ্কট সমাধানের জন্য নারায়ণগঞ্জের তিতাসের আঞ্চলিক কার্যালয়ের দিকে তাকিয়ে ভুক্তভোগীরা। তবে সঙ্কট সমাধান তো দূরের কথা, তারা সাফ জানিয়ে দিলেন, প্রশাসকের অনুমতি ছাড়া দায়িত্বে থাকা কর্মকর্তাদের কেউই কথা বলতে পারবেন না।
এদিকে বিস্ফোরণে যারা স্বজন হারিয়েছেন, কান্না থামছে না তাদের ঘরে। বুকভরা কষ্টের মধ্যে গ্যাস সঙ্কটের ভোগান্তির অবসান চান এলাকাবাসী।