মানুষের মধ্যে অনেকের ক্ষেত্রেই প্রায় দেখা যায় মুখ উজ্জ্বল বা ফর্সা। কিন্তু গলা ও ঘাড়ে কালো দাগ রয়েছে। যা দেখতে খুব বাজে দেখায়। মুখের যত্ন নিলেও গলা ও ঘাড়ের যত্ন সাধারণত ঠিকভাবে নেওয়া হয় না।
তবে মাত্র একটি উপায় অবলম্বন করে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে। ঘরোয়া এই উপায়টি বেশ কার্যকর। চলুন জেনে নেওয়া যাক এই সমস্যা সমাধানের উপায়।
যা যা লাগবে
চন্দনের গুড়া, গ্লিসারিন, গোলাপ জল, লেবুর রস।
আরও পড়ুন: সকালে যে কাজগুলো করেন সফল মানুষেরা
তৈরি ও ব্যবহার পদ্ধতি
প্রথমে চন্দনের গুড়ার সঙ্গে বাকি উপাদান গুলো মিশিয়ে নিতে হবে। তার পর উষ্ণ গরম পানি দিয়ে পেস্ট তৈরি করতে হবে। এই উপাদান, গলা ও ঘাড়ে মেখে ২০ থেকে ২৫ মিনিট অপেক্ষা করুন।
পুরো শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ দিন ব্যবহার করুন এই প্যাক। আশা করা যায় প্রথম সপ্তাহেই ফলাফল দেখতে পারবেন।