বিপিএলের এবারের আসরের টানা আট ম্যাচ জিতেছিল রংপুর রাইডার্স। তবে লিগ পর্বের চার ম্যাচের চারটিতে হারে দলটি। এলিমিনেটর ম্যাচে সোমবার (৩ ফেব্রুয়ারি) খুলনা টাইগার্সের বিপক্ষেও হেরে ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে। রংপুরকে ৮৫ রানেই অল আউট করেছে খুলনা। অল্প রানে সাবেক চ্যাম্পিয়নদের গুঁড়িয়ে দেওয়ার পেছনে বড় কারিগর ছিলেন নাসুম আহমেদ। এ জন্য পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

তিনি বলেন, ‘আসলে ওদের যে তিনজন বিদেশি খেলছে, ওটা তো আমরা আগে জানতাম না। আসতেছে এটা শুনছিলাম আগে। কিন্তু ও রকমভাবে পরিকল্পনাও করতে পারিনি। এই উইকেটে বিদেশিদের বিপক্ষে বল করতে আমার ভালোই লাগে।’

প্রথম ৮ ওভারের মধ্যেই নাসুমকে দিয়ে টানা বোলিং করার বিষয়ে জাতীয় দলের এই স্পিনার বলেন, ‘টানা করানোর একটাই কারণ, তাদের ডানহাতি ব্যাটসম্যান বেশি ছিল। আর ওখানে আমার বলটা এফেক্টিভ ছিল। এ জন্য মিরাজ টানা করিয়ে দিয়েছে। আগের ম্যাচগুলোতে পরিবর্তন করেছে, ওটা পরিকল্পনাতেই ছিল। কিন্তু আজকে ওর হাতে অপশন ছিল। এ জন্য করিয়ে ফেলছে।’

খুলনার বোলিং ইনিংসের প্রথম ৮ ওভারের ৪টিই করেছেন নাসুম। জাতীয় দলের এই স্পিনার ৪ ওভার বল করে একটি মেডেন নিয়েছেন, বাকি ৩ ওভারে ১৬ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ উইকেট। প্রতিপক্ষের দুই বিদেশি ব্যাটার জেমস ভিন্স ও টিম ডেভিডের উইকেটও নিয়েছেন তিনি।

এলিমিনেটর ম্যাচে রংপুরের একাদশে জেমস ভিন্স, টিম ডেভিড ছাড়াও ছিলেন আন্দ্রে রাসেল। তবে তারকায় ঠাসা দল নিয়েও ৮৫ রানেই অল আউট হয় সাবেক চ্যাম্পিয়নরা।