পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন, কোরবানির পশুর ট্রাকে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে । তিনি বলেন, এছাড়া গরুর হাট, শপিংমলের নিরাপত্তার পাশাপাশি ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে। বাংলাভিশন।

কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীতে হাট বসা নিয়ে প্রথমে শঙ্কা থাকলেও এখন তা আর নেই। তাই দূরদূরান্ত থেকে আসতে শুরু করেছে পশুবোঝাই গাড়ি।

প্রতিবারই এসব গাড়ি থেকে চাঁদা নেয়ার অভিযোগ ওঠে। এসব বন্ধে বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। সাধারন মানুষের নিরাপত্তার দিকেও আইন-শৃঙ্খলা বাহিনীর নজর থাকবে। এছাড়া ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতেও মোতায়েন থাকবে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী।

এতকিছুর পরও করোনা মোকাবেলায় সাধারন মানুষকে সচেতন থাকতে আহবান জানান পুলিশ মহাপরিদর্শক ড, বেনজীর আহমেদ।