আলবেনিয়ার সরকার ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছে এমন খবরে দেশটিতে অন্তর্বর্তীকালীন সরকারের দাবিতে তীব্র হচ্ছে সরকারবিরোধী আন্দোলন। দেশটির বামপন্থি প্রধানমন্ত্রী এদি রামের পদত্যাগের দাবিতে রাজধানী তিরানার রাস্তায় বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা।

এমন পরিস্থিতির মধ্যে আলবেনিয়ার উদ্দেশ্যে আঙ্কারা থেকে যাত্রা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান। যা তার দুই দিনের বালকান সফরের সূচনা। সফরের অংশ হিসেবে তিনি আলবেনিয়া এবং সার্বিয়া সফর করবেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টায় আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর থেকে প্রেসিডেন্ট এরদোগান তার রাষ্ট্রীয় বিমানে আলবেনিয়ার উদ্দেশে রওনা হন। তার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন স্ত্রী এমিনে এরদোগান, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা।

আলবেনিয়ার রাজধানী তিরানায় এরদোগান ‘গ্র্যান্ড মসজিদ অব তিরানা’ বা নামাজগাহ মসজিদের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামাও উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এই মসজিদটি বালকানের সবচেয়ে বড় মসজিদ হিসেবে পরিচিত।

এরদোগানের সফরের সময় আলবেনিয়া ও সার্বিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিস্তৃত আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যেই তিরানার বিভিন্ন সড়ক তুরস্ক এবং আলবেনিয়ার পতাকায় সাজানো হয়েছে। বিশেষ করে, এরদোগানের আগমনের পথ এবং শহরের মাদার তেরেসা স্কয়ারসহ তিরানার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই পতাকা প্রদর্শন করা হয়েছে।

আলবেনিয়ায় তার কার্যক্রম শেষে প্রেসিডেন্ট এরদোগান বৃহস্পতিবারই সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের উদ্দেশ্যে যাত্রা করবেন।