কোনো রকম অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে দেবো না। যদি কেউ মনে করেন, তারাই অনেক শক্তিশালী হয়ে গেছেন, এটা তাদের ভুল ধারণা এমনটিই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, এ ঘটনায় যে বা যারাই দোষী হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ রোববার (৬ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দল আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক তার বক্তব্য স্পষ্ট করেছেন। আমি ও আমরা যারা শান্তিরক্ষায় নিয়োজিত আছি, আমরা এটুকু বলতে পারি- কোনো ধরনের অরাজকতা বাংলাদেশে করতে দেব না। অরাজকতা বলেন, ভাঙচুর বলেন, কোনো রকম অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে দেব না।

তিনি বলেন, ‘হেফাজতের ওই ঘটনার (লংমার্চ করে ঢাকা অবরোধ) পর আমরা স্পষ্ট করে বলে দিয়েছিলাম, কয়জন শহীদ হয়েছেন, কোন মাদরাসার, কোন বাড়ির তা যেন আমাদের এসে জানায়, আমরা কিন্তু সেই লিস্ট এখনও পাইনি। এটাই হলো বাস্তবতা।’

সরকার দোলাইরপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিষয়টি রিভিউ করবে কিনা- এ বিষয়ে তিনি বলেন, ‘সরকার রিভিউ করবে কিনা এটা সরকারের বিষয়। আমাদের কাজ হলো আইনশৃঙ্খলা রক্ষা করা। আমরা আইনশৃঙ্খলা রক্ষার জন্য যথাযথ ব্যবস্থা নেব।’

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হয়েছে কোনো একজনের নির্দেশে। এই ভাঙার সঙ্গে যুক্ত ইউসুফ, আবু বকর, ইবনে মাসুদ ও নাহিদ নামের ৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে স্থানীয় ইবনে মাসুদ মাদরাসার ছাত্র।