মহামারি করোনাভাইরাসের তাণ্ডব জার্মানিতে ফের বেড়েছে। দেশটিতে করোনার প্রকোপ কমে আসার পর লকডাউন তুলে নেয়ায় বেড়ে গেছে সংক্রমণের হার। ফলে সেখানে ফের সৃষ্টি হয়েছে উদ্বেগের।

গত ২৪ ঘণ্টায় জার্মানিতে ৭৮১ জন নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আগের দিন এই সংখ্যা ছিল ৮১৫। রোগী প্রতি সংক্রমণের হার আগে যেখানে এক ভাগের কম ছিল তা বেড়ে হয়েছে এক দশমিক শূন্য আটজন। অর্থাৎ একজন করোনা আক্রান্ত গড়ে একজনের বেশিজনকে সংক্রমিত করছেন।

দেশটির ১৬টি রাজ্যে অবশ্য আক্রান্তের সংখ্যা একইভাবে বাড়ছে না। নতুন শনাক্তদের ৬০ ভাগের বেশি নর্থ রাইন ওয়েস্টফালিয়া এবং বাডেন ভুর্টেমব্যার্গে। জার্মানির ১৬ টি রাজ্যের সরকার স্বাধীনভাবে তাদের স্বাস্থ্য সংক্রান্ত সিদ্ধান্তগুলো নিতে পারে। এ কারণে পরিস্থিতি উদ্বেগজনক হলেও তা সামাল দেয়ার বিষয়ে আশাবাদী স্যাক্সোনি রাজ্যের মুখ্যমন্ত্রী মিকায়েল ক্রেটশমার। তিনি মনে করেন, ফেডারেল ব্যবস্থার কারণে কেন্দ্রীয় সরকার ব্যবস্থার তুলনায় জার্মানি দেশ হিসেবে সুবিধাজনক অবস্থায় রয়েছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, দেশটিতে করোনায় মোট আক্রান্ত হয়েছেন দুই লাখ ছয় হাজার জন, যাদের মধ্যে দুই লাখেরও বেশি মানুষ সুস্থ উঠেছেন। এছাড়া মৃত্যু হয়েছে নয় হাজার ২০১ জনের। সূত্র: ডয়চে ভেলে