বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন (বিয়াম) সভাপতি ও স্থানীয় সরকার সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমেদ দাবি করেছেন, চুরি নয় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে হত্যার উদ্দেশ্য এ হামলা চালানো হয়েছে। রাজধানীর ইস্কাটনের বিয়াম অডিটরিয়ামে শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

তাই প্রকৃত ঘটনা উদঘাটনে ও দুবৃত্তরের আইনের আওতায় আনার দাবি জানান এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও স্থানীয় সরকার সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমেদ। তিনি বলেন, এটি কোন বিছিন্ন বা চুরির ঘটনা না। যদি চুরিই হবে তাহলে তার বাসা থেকে কেন কোন কিছু খোয়া যায় নি। সে প্রশ্ন ও তোলেন হেলালুদ্দিন। তাই তিনি দাবি করেন আইনশৃঙ্খলা বাহিনী যা বলছে তা বিশ্বাস করি না।

পাশাপাশি কোন কোন মহল ঘটনাটি ভিন্নখাতে নেয়ার চেষ্টা করছেন বলে ও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন,এটি পরিকল্পিত আক্রমণ এবং এ হামলার সাথে আরো অনেক ব্যাক্তি জড়িত থাকতে পারেন।