পবিত্র ঈদুল আজহা সামনে রেখে আগামী ২৬ জুলাই (রোববার) থেকে বাজারে নতুন নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম গণমাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় রেখে কোরবানির ঈদে সর্বসাধারণের মাঝে নতুন টাকা বিনিময় করা হবে না। এবার ঈদকে ঘিরে ২৫ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়া প্রস্তুতি নেয়া হয়েছিল। তবে কোভিড-১৯ এর কারণে এখন মনে হচ্ছে এত টাকা ছাড়ার প্রয়োজন হবে না।

পাশাপাশি ঈদের ছুটির পূর্ব পর্যন্ত যত নতুন টাকাই প্রয়োজন হোক না কেন, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ব্যাংকগুলোকে সরবরাহ করা হবে বলেও জানান তিনি।

সিরাজুল ইসলাম বলেন, যেহেতু ব্যাংকগুলোর মাধ্যমে নতুন টাকা ছাড়া হবে, সেহেতু ১০০০ এবং ৫০০ টাকারই বেশি চাহিদা থাকবে। সেক্ষেত্রে ১০০ টাকা এবং এর কম মূল্যমানের নতুন নোটের চাহিদা খুব একটা থাকবে না।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ঈদের আগে নোটগুলো ছাড়ার পাশাপাশি বাজার থেকে সমপরিমাণ পুরনো নোট তুলে নেয়া হয় বলে মূল্যস্ফীতির ওপর বাড়তি কোনো চাপ তৈরি হবে না।