মধ্যপ্রাচ্যের দেশ ইরানে শনিবার ভোরে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এই হামলার প্রতিবাদে ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে বলে জানিয়েছে তেহরান।
ইরানের আধা সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজকে এমন তথ্য জানিয়েছে সরকারি একটি সূত্র। পাল্টা হামলা চালানোর জন্য ইরান প্রস্তুত আছে বলেও জানানো হয়।
সূত্রটি বলেছে, কোনো সন্দেহ নেই ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের জবাব ইসরায়েল পাবে।
শনিবার সূর্যের আলো ফোটার আগে রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শুনতে পান সেখানকার বাসিন্দারা। বিশেষ করে রাজধানীর পশ্চিমদিকে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
তাসনিম নিউজ জানিয়েছে, ইসরায়েলি বিমানবাহিনীর হামলা প্রতিরোধে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের শব্দ এগুলো।
এদিকে, ইরানের তিনটি প্রদেশে হামলার ঘটনায় দেশটির দুই সৈন্য নিহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) ইরানের সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আল-জাজিরা এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানের তিনটি প্রদেশে (ইলাম, খোজেস্তান ও তেহরান) সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইরানের দাবি, হামলায় সীমিত পরিমাণ ক্ষতি হয়েছে।