সচিবালয়ে লাগা আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় মো. সোহানুর জামান নয়ন নামে এক ফায়ার সার্ভিস কর্মী মারা গেছেন। যদিও মধ্যরাতে সচিবালয়ে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানান, সচিবালয়ে আগুন নেভানোর সময় ট্রাকচাপায় আহত ফায়ার সার্ভিস কর্মী মো. সোহানুর জামান নয়ন মারা গেছেন।

তিনি জানান, সচিবালয়ের আগুন সকাল ৮টার দিকে নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিস কর্মী হাবিবুর রহমান পা কেটে আঘাতপ্রাপ্ত হন।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস কর্মী নয়ন পানির পাইপ পাম্পে সংযোগ দেওয়ার জন্য কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।