দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং, যিনি তার অভিনয় দক্ষতা ও একাধিক সফল সিনেমার জন্য পরিচিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রির চার সুপারস্টারের গোপন গুণ ও রহস্য ফাঁস করেছেন।

রাকুল প্রীত সিংয়ের মতে, জুনিয়র এনটিআর হলেন একজন প্রাকৃতিক অভিনেতা। তিনি দাবি করেছেন, এনটি আর জন্মগতভাবে স্টার, তার নাচের দক্ষতা এক কথায় অসাধারণ। কোনো কঠিন নাচের স্টেপও তিনি এক নজরে শিখে নেন এবং একটিও রিহার্সাল ছাড়াই তা পার করেন! তার এই গুণটা নাকি একেবারে প্রাকৃতিক, যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে।

অন্যদিকে, আল্লু অর্জুন সম্পর্কে রাকুলের মন্তব্য ছিল, তিনি একজন স্টার, তবে তার এক স্পষ্ট লক্ষ্য ছিল- ‘আমি কীভাবে তেলেগু ইন্ডাস্ট্রিকে গ্লোবালি তুলে ধরব?

রাকুল আরও বলেন, আল্লু অর্জুন খুবই টিম প্লেয়ার, যার কারণে তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অত্যন্ত ভালো।

রাম চরণ সম্পর্কে রাকুল বলেন, তার মধ্যে একটি অদ্ভুত শিশুসুলভ শক্তি রয়েছে। তিনি একজন স্টার হলেও, তার মধ্যে একটি শিশুর মতো সজীবতা রয়েছে যা তাকে একদম আলাদা করে তোলে। রাকুলের মতে, এই শক্তিই রাম চরণকে আরও অনন্য করে তোলে।
অবশেষে, মাহেশ বাবু সম্পর্কে রাকুল বলেন, মাহেশ বাবুর সত্যিকারের মাহাত্ম্য তার পরিবার ও সন্তানদের প্রতি ভালোবাসায় রয়েছে।

তিনি জানান, মাহেশ বাবু তার পেশাগত জীবন এবং ব্যক্তিগত জীবন চমৎকারভাবে ব্যালান্স করেন, যা খুবই প্রশংসনীয়।

এছাড়া, রাকুল জানিয়েছেন, তিনি এসব সুপারস্টারের সঙ্গে কাজ করেছেন একাধিক হিট সিনেমায়। জুনিয়র এনটি আর-এর সঙ্গে ‘নান্নাকু প্রেমথো’, আল্লু অর্জুন-এর সঙ্গে ‘সারাইনোদু’, রাম চরণ-এর সঙ্গে ‘ধ্রুব’ এবং মাহেশ বাবু-এর সঙ্গে ‘স্পাইডার’ ছবিতে কাজ করেছেন।

বর্তমানে রাকুল তার নতুন সিনেমা ‘দে দে পেয়ার দে ২’ নিয়ে বেশ প্রশংসিত হচ্ছেন, যা ইতিমধ্যেই ৬০ কোটি রুপি আয় করেছে। তার পরবর্তী সিনেমা পতি, পত্নি অর অর দো, যেখানে তার বিপরীতে অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা, সারা আলী খান ও ওমিকা গাব্বি। সিনেমাটি ২০২৬ সালের ৪ মার্চ মুক্তি পাবে।