কোটি টাকার মাছ বিক্রি হয় যে বাজারে!
হাওরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখোলা। বালিখোলার খ্যাতি রয়েছে হাওরের তাজা মাছের জন্য। পাইকারি এ বাজারে পাওয়া যায়, হাওরের নদ-নদী ও মুক্ত জলাশয়ের তরতাজার মাছ। ভোরের এ বাজার জমে সকাল ৭টায়। শেষ হয়ে যায় ৯টার মধ্যে। মাত্র তিন ঘণ্টায় এ বাজারে কেনাবেচা হয় কোটি টাকার মাছ। হাওরে নদ-নদী ও জলাশয়ের পানি কমে আসায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখোলা পাইকারি বাজারে ...বিস্তারিত
