ফসল সহায়-সম্বল হারিয়ে আর্তনাদ
ঢাকার নিম্নাঞ্চলে ঢুকেছে বন্যার পানি। মান্ডা ঝিলপাড়ে পারাপারের জন্য নৌকা এখন ভরসা। গতকাল তোলা ছবি -জয়ীতা রায় বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে জেগে উঠছে মাসব্যাপী পানিতে ডুবে নষ্ট হওয়া কৃষকের ফসলের খেত। পচে-গলে নষ্ট হয়ে গেছে একরের পর একর জমির ধান, পাট, সবজি। মাথার ঘাম পায়ে ফেলে ফলানো ফসলের খেতের দিকে তাকিয়ে কৃষকের বুক ফেটে বেরিয়ে আসছে আর্তনাদ। আগামী দিনের চিন্তায় ...বিস্তারিত