লোটন একরামকে ডিবিসির সম্পাদক হিসেবে নিয়োগ
লোটন একরামকে সম্পাদক হিসেবে সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের যোগ দিয়েছেন। রোববার (৩ নভেম্বর) বিকেলে সংবাদমাধ্যমটির সম্পাদক পদে যোগ দেন তিনি। এর আগে তিনি সমকালের সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পূর্বে এই পদে দায়িত্ব পালন করেছেন সাংবাদিক জায়েদুল হাসান পিন্টু। দীর্ঘ তিন দশকের সাংবাদিকতা ক্যারিয়ারে আড়াই দশকই বিএনপি বিটে কাজ করেছেন লোটন একরাম। সমকাল ছাড়াও যুগান্তর এবং আজকের কাগজ পত্রিকায় ...বিস্তারিত