শীতে দাড়ির খুশকি-চুলকানি রোধে ৪ করণীয়
বর্তমানে অসংখ্য পুরুষ দাড়ি বড় করে থাকেন। তবে শুধু দাড়ি রাখলেই হয় না, পাশাপাশি এর যত্নও নিতে হবে। বিশেষ করে শীতকালে দাড়ির বিভিন্ন সমস্যয় ভুগে থাকেন পুরুষরা। এ সময় দাড়িতে চুলকানি, ফুসকুড়ি, খুশকি, রুক্ষ-শুষ্ক ত্বক ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। শীতে দাড়ির খুশকি-চুলকানি রোধে ৪ করণীয় নিয়মিত দাড়ি আঁচড়ানো দাড়ির স্বাস্থ্য ভালো রাখতে হলে নিয়মিত আঁচড়াতে হবে। এতে দাড়ির গোড়ায় রক্ত ...বিস্তারিত