বন্ধুর সাথে বেড়াতে যেয়ে তরুণী গণধর্ষণের শিকার,গ্রেফতার-৩
এক তরুণী দিনাজপুরের কাউগাঁ এলাকায় বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন। এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হলো দিনাজপুর সদর উপজেলার উমরপাইল বালুপাড়া এলাকার আমজাদ আলীর ছেলে বুলবুল (১৮), সুইপার কলোনি এলাকার রংবাজ কুমারের ছেলে শান্তু কুমার (২০) ও মিশনরোড এলাকার ওবায়দুল সরকারের ছেলে পাতা সরকার (১৮)। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকালে ওই তরুণীসহ শান্তু কুমার দিনাজপুর ...বিস্তারিত
