ধানখেত থেকে নারীর মরদেহ উদ্ধার
দিনাজপুরের বিরামপুরে বৃসনি পাহান (৫৫) নামে এক সাঁওতাল সম্প্রদায়ের নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার কাটলা ইউনিয়নের ময়নামোড় এলাকার ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। বৃসনি পাহান উপজেলার কাটলা ইউনিয়নের বেনুপুর গ্রামের স্বামী পরিত্যক্ত মৃত সাদন পাহানের মেয়ে। স্থানীয়রা জানান, শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত পার্শ্ববর্তী মাঠে ধান কাটেন বৃসনি। পরে কাজ শেষে তিনি আর বাড়ি ফিরে ...বিস্তারিত
