হারের বৃত্ত ভেঙে চেন্নাইয়ের জয়
লক্ষ্ণৌয়ের বিপক্ষে মাঠে নামার আগে চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছিলেন, ‘ধোনি জ্যোতিষী নয়, তার কাছে কোনো জাদুর কাঠি নেই, যে তা ঘষে আমরা জয়ের দেখা পেতে পারি।’ তাছাড়া ধোনি ম্যাজিকের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলছিলেন সমর্থকরা। কোচের এই কথাই কিনা তাতিয়ে দিয়েছিল ৪৩ পেরোতে চলা ধোনিকে কে জানে-তবে মাঠে তেমনই আঁচ মিলেছে। ম্যাজিক দেখিয়েছেন ধোনি। বুড়ো ধোনির কাঁধে ভর দিয়েই টানা হারের ...বিস্তারিত
