গ্যালারিতে বসে বার্সাকে হারতে দেখলেন মেসি
ঘরের মাঠে আবারও হোঁচট খেলো বার্সেলোনা। ন্যু ক্যাম্পে মঙ্গলবার এইবারের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে কাতালান ক্লাবটি। বেশিরভাগ সময় বল দখলে রাখলেও আক্রমণভাগের দুর্বলতা লিওনেল মেসির অনুপস্থিতি টের পাইয়ে দিলো। ম্যাচের পঞ্চম মিনিটেই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্যে পেনাল্টি পায় কাতালানরা। মার্টিন ব্র্যার্থওয়েট শট নিলেও তা জালে পৌঁছাতে ব্যর্থ হন। প্রথমার্ধের ২৫ মিনিটে ড্যানিশ ফরোয়ার্ড ব্র্যার্থওয়েট গোল দিলেও অফ সাইডে তা ...বিস্তারিত
