ভারতকে হারিয়ে ইংল্যান্ডের পথে হামজা,সিলেটে সমিত
বাংলাদেশ ফুটবল দল ২২ বছর পর হামজা চৌধুরী ও সমিত সোমদের নেতৃত্বে ভারতকে হারিয়েছেন। সেই আনন্দ সঙ্গী করে হামজা আছেন ইংল্যান্ডের পথে। আর সিলেটে পরিবারের কাছে গেছেন সমিত। জানা গেছে, হামজা চৌধুরী বুধবার (১৯ নভেম্বর) সকালে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছেন। ফিফা উইন্ডো শেষে দ্রুত তাকে ইংল্যান্ডের লেস্টার সিটিতে যোগ দিতে হবে। সমিতের কানাডার লিগে বিরতি রয়েছে। তাই তিনি দেশে থাকবেন কয়েকদিন। ...বিস্তারিত
