রেসলিং থেকে জন সিনার বিদায়
বিশ্ব রেসলিং কিংবদন্তি ও ডব্লিউডব্লিউই সুপারস্টার জন সিনা কুস্তি জীবনকে বিদায় জানিয়েছেন। শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় অনুষ্ঠিত স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে তাঁর শেষ ম্যাচে তিনি হেরে যান গুন্থারের কাছে। ১৭ বারের বিশ্ব চ্যাম্পিয়ন জন সিনা ও গুন্থারের ম্যাচটি ছিল তীব্র লড়াইয়ে ভরা। ম্যাচের বেশির ভাগ সময় দুইজনই একে অপরকে চাপে রাখেন। সিনা ম্যাচে তিনটি অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট দেন। তিনি গুন্থারকে ...বিস্তারিত
