চন্দ্র ও সূর্যগ্রহণ: কী বলছে বিজ্ঞান ও কোরআন-সুন্নার!
প্রতিনিয়ত মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালার অস্তিত্বের জানান দিতে থাকা সৃষ্টিগুলোর বড় দু’টি হলো চন্দ্র ও সূর্য। চাঁদের আলোর উৎস হলো সূর্য। ১৩ লাখ ৯৪ হাজার কিলোমিটার ব্যাসের এ নক্ষত্রের সঙ্গে পৃথিবী ও জীবজগতের সম্পর্ক সুনিবিড়। সূর্যের তাপে মহান আল্লাহ সতেজ আর সজীব রেখেছেন পৃথিবীর সব কিছু। উদ্ভিদ এই সূর্যালোক থেকে খাদ্য গ্রহণ করে। যদি পৃথিবীতে সূর্যের তাপ ও আলো না ...বিস্তারিত