কু-ধারনা নামক ব্যাধি মানুষের মন মস্তিষ্ক নষ্ট করে ফেলেছে
আ. স. ম আল-আমীন: কু- ধারনা একটি মন্দ স্বভাব। আজ সবধরনের মানুষ কুধারনা নামক ব্যাধিতে আক্রান্ত। এর জন্য ভালো মন্দ নির্ণয় করা খুবই অস্বাভাবিক হয়ে পড়েছে। কু-ধারনা মানুষের সামাজিক ও জাতীয় জীবনে অনৈক্য সৃষ্টি করে। কোরআন- হাদীস কোনভাবেই তা সমর্থন করেনা। আল্লাহ রাব্বুল ইরশাদ করেন হে মুমিনগণ, তোমরা অধিক ধারনা থেকে দূরে থাক। নিশ্চয় কোন কোন ধারনা তো পাপ। আর তোমরা ...বিস্তারিত