চলে এলো আত্মহত্যার হাত থেকে রক্ষা করার স্প্রে
বিভিন্ন কারণে একজন মানুষ অবসাদে ভুগে থাকেন। তবে এই অবসাদ বা ডিপ্রেশন যখন অসহনীয় হয়ে যায়, ঠিক তখনই তারা আত্মহত্যার পথটি বেছে নেন। যা কখনোই কাম্য নয়। তবে অবাক করার মত তথ্য হচ্ছে, এই আত্মহত্যার হাত থেকে আপনাকে রক্ষা করবে এক জাদুকরী স্প্রে! মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যডমিনিস্ট্রেশন আত্মহত্যার চিন্তা দূর করতে ‘স্প্রেভাটো’ নামে নাকের একটি স্প্রে’কে ওষুধ হিসেবে অনুমোদন দিয়েছে। ...বিস্তারিত
