আজ হায়া সোফিয়ায় প্রথম জুমা
মসজিদে রূপ দেয়ার পর প্রথমবারের মতো হায়া সোফিয়ায় জুমার নামাজ আদায় হতে যাচ্ছে। বৃহস্পতিবার (২৩জুলাই) ইস্তানবুলের গভর্নর আলী ইয়ারলিকায়া এক ঘোষণায় বলেন, মুসলমানরা আবেগে আনন্দিত। তারা সেখানে প্রথম জুমায় অংশ নিতে অধীর হয়ে আছেন। দেড় হাজার বছরের পুরনো ইউনেস্কোর এই বিশ্ব ঐতিহ্যটি ১৯৩৪ সালে জাদুঘর বলে ঘোষিত হয়েছে।কিন্তু চলতি সপ্তাহে হায়া সুফিয়ার জাদুঘরের মর্যাদা বাতিল ঘোষণা করেন একটি তুর্কিশ আদালত। রায়ে ...বিস্তারিত
