ঈদ উপলক্ষে তালেবানের ৩০০ বন্দিকে মুক্তি দিলো আফগান সরকার
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আফগান সরকার গত শুক্রবার তালেবানের আরো ৩০০ বন্দিকে মুক্তি দিয়েছে। তালেবানের সঙ্গে সই হওয়া একটি চুক্তির আওতায় এ পর্যন্ত আফগান সরকার ৪,৯০০ বন্দিকে মুক্তি দিল। পার্সটুডে। গতকাল (রোববার) আফগানিস্তানের নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলেছে, পারওয়ান প্রদেশের কারাগার থেকে নতুন করে ৩১৭ তালেবান বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। এ নিয়ে মোট মুক্তি দেয়া বন্দীর সংখ্যা দাঁড়াল ৪,৯১৭ জনে। আফগান ...বিস্তারিত
