চীন দ্বিতীয় দেশ হিসেবে করোনার টিকার অনুমোদন দিল
রাশিয়ার পর এবার চীন করোনাভাইরাসের ভ্যাকসিন নিবন্ধন করল । দ্বিতীয় দেশ হিসেবে চীন এই নিবন্ধন দিল। এ তথ্য জানা গেছে, চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে। পার্সটুডে। সিজিটিএন জানিয়েছে,চীনের সেনাবাহিনীর সংক্রামক রোগ বিশেষজ্ঞ চেন ওয়ের দল এবং স্যানসিনো বায়োলজিকস যৌথভাবে ভ্যাকসিনটি তৈরি করেছে। ‘এড৫-এনসিওভি’ নামের ভ্যাকসিনটি রবিবারই নিবন্ধন করেছে বেইজিং। সিজিটিএন-এর প্রতিবেদনে আরও বলা হয়, চীন প্রথম ...বিস্তারিত
