আত্মহত্যার আগে ৪ আত্মীয়কে গুলি করে হত্যা করল কানাডীয় নাগরিক
কানাডার ওন্টারিও শহরে বন্দুকধারী এক ব্যক্তি আত্মহত্যার আগে গুলি করে তার চার আত্মীয়কে হত্যা করেছে। পুলিশ জানিয়েছে, মাইকেল লাপা নামে ৪৮ বছর বয়সী ওই ব্যক্তি একাই সবাইকে গুলি করে হত্যা করে এবং পরে আত্মহত্যা করে। পুলিশ জানাচ্ছে, লাপা যে বাড়িতে থাকতো সে বাড়ির লোকজন তার সবাই আত্মীয়। পার্সটুডে। তদন্তকারীরা বলছেন, লাপা ওই বাড়িতে অনাহুত ব্যক্তি ছিলেন এবং হত্যার তদন্তকারীরা এ ঘটনার ...বিস্তারিত
