গেরিলা হামলায় জম্মু-কাশ্মীরে ৪ জওয়ানসহ নিহত ৬
গেরিলাদের জোড়া হামলায় জম্মু-কাশ্মীরে একদিনে নিরাপত্তা বাহিনীর ৪ জওয়ান নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে একইসঙ্গে ২ গেরিলা সদস্যর মৃত্যু হয়েছে। সোমবার (১৭আগস্ট) বারামুল্লা জেলার ক্রিরি এলাকায় আধাসামরিক বাহিনী সিআরপিএফের তল্লাশি দলের উপরে আচমকা গেরিলারা এলোপাথাড়ি গুলি ছুঁড়লে ৪ জওয়ান নিহত হয় এবং পাল্টা সংঘর্ষে ২ গেরিলার মৃত্যু হয়েছে। নিহত জওয়ানদের মধ্যে সেনাবাহিনীর ১, আধাসামরিক বাহিনী সিআরপিএফের ২ এবং পুলিশের এক ...বিস্তারিত
