আমাকে দেখে নাকি বাঙালি মনে হয়: নিত্যা মেনন
বলিউডে বেঙ্গালুর মেয়ে নিত্যা মেননের মুখ এখন পরিচিত। বিভিন্ন ভাষায় ছবি করে বলিউডে পা রেখেছেন তিনি। তিনি কন্নড়, মালায়লাম, তামিল, তেলেগু ভাষায় একাধিক ছবিতে অভিনয় করেছেন। বলিউডে ‘মিশন মঙ্গল’দিয়ে তার ডেবিউ । মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘ব্রিদ ইনটু দ্য শ্যাডোজ’। সিরিজে তিনি কাজ করেছেন আভার চরিত্রে, অভিষেক বিপরীতে। আপাতত বেঙ্গালুর বাড়ি থেকেই ফোনে সিরিজের প্রচারের কাজ সারছেন। খবর আনন্দবাজার পত্রিকা। লকডাউনে ...বিস্তারিত