ঈদে আপন আহসানের গান ‘বোঝাতে পারি না’ (ভিডিও )
সময়ের প্রতিশ্রুতিশীল গায়ক আপন আহসান। ভিন্নধারার গান নিয়ে বরাবরই দর্শক-শ্রোতাদের সামনে হাজির হন তিনি। নিজের লেখা ও সুর করা গান গেয়েই স্বাচ্ছন্দ্যবোধ করেন। আসন্ন কোরবানি ঈদে দর্শক-শ্রোতাদের জন্য উপহার দিলেন নতুন গান ‘বোঝাতে পারি না’। শুক্রবার (২৪ জুলাই) আপন আহসানের ‘বোঝাতে পারি না’ গানটি তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘আপন আহসান মিউজিকে’ মুক্তি দেওয়া হয়েছে। সুন্দর এই গানটির সংগীতায়োজন করেছেন আরেক তরুণ ...বিস্তারিত