কুরবানির ঈদে মাতাতে আসছে যেসব সিনেমা
এবারের ঈদের সিনেমা ছিল বেশ জমজমাট। বলা যায়, প্রেক্ষাগৃহে দর্শক টা নতে কিছুটা সক্ষম হয়েছে সিনেমাগুলো। সারা বছর ধুঁকে ধুঁকে চলা প্রেক্ষাগৃহগুলোও ফিরে পেয়েছে প্রাণ। গত ঈদে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। যার মধ্যে শাকিব খান অভিনীত দুটি সিনেমা ‘বরবাদ’ ও ‘অন্তরাত্মা’য় নায়িকা ছিল যথাক্রমে কলকাতার ইধিকা পাল ও দর্শনা বণিক। এছাড়া রয়েছে আফরান নিশো-তমা মির্জা-সুনেরাহ বিনতে কামালের ‘দাগি’, সিয়াম আহমেদ-শবনম বুবলী-প্রার্থনা ...বিস্তারিত
