হেনা তো আমার কাছে, সে আমার হয়ে গেছে: নাঈম
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ঢাকাই সিনেমার একটি বক্তব্য। তা হলো- ‘চাচা বাড়িঘর এত সাজানো কেন?’, ‘চাচা হেনা কোথায়?’। এটি মূলত ‘প্রেমের সমাধি’ সিনেমার একটি সংলাপ। ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত সেই সিনেমার দৃশ্য নতুন করে ভাইরাল এখন। সিনেমায় বাংলা সিনেমার ট্র্যাজিক হিরো বাপ্পারাজ এই সংলাপ বলেছিলেন। নতু করে ভাইরাল হওয়ায় নেটিজেনরা মেতেছেন ‘চাচা হেনা কোথায়?’ সংলাপ নিয়ে। চলছে স্যাটায়ার। যে যেখানে ...বিস্তারিত