শাহরুখকে টপকে গেলেন এরতুগ্রুল!
বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার শাহরুখ খানকে ইউটিউব সার্চে টপকে গিয়েছেন জনপ্রিয় তুর্কি টেলি-ড্রামা ‘ডিরিলিস: এরতুগ্রুল’ এর প্রধান চরিত্র ‘এরতুগ্রুল’। এরতুগ্রুলের প্রযোজক সংস্থা টিআরটি-র একজন সিনিয়র কর্মকর্তা রিয়াদ মিন্টি সম্প্রতি এক টুইট বার্তায় এ তথ্য জানান। বিবিসি। এছাড়া ভারতে ‘ডিরিলিস: এরতুগ্রুল’ নিয়ে এক গবেষণায় ড্রামাটির এমন জনপ্রিয়তার তথ্য তুলে ধরেছেন হায়দ্রাবাদের মাওলানা আজাদ জাতীয় উর্দু বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক। এরতুগ্রুল কীভাবে ভারতে এতটা ...বিস্তারিত