ওয়ান্ডার ওম্যান ১৯৮৪ ঢাকায়ও মুক্তি পাবে
২৫ ডিসেম্বর মুক্তি সারা বিশ্বে পাবে ওয়ান্ডার ওম্যান চলচ্চিত্রের দ্বিতীয় ভাগ ওয়ান্ডার ওম্যান ১৯৮৪। ঢাকার ব্লকবাস্টার সিনেমাসেও হলিউডের অ্যাডভেঞ্চার-অ্যাকশন ছবিটি একই দিনে প্রদর্শিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্লকবাস্টার সিনেমাসের মাকেটিং ইনচার্জ মাহাবুবুর রহমান। ছবিতে অভিনয় করেছেন গ্যাল গ্যাদত, ক্রিস্টেন উইগ, ক্রিস পাইন ও পেদ্রো পাস্কালসহ আরও অনেকেই। পরিচালনা করেছেন প্যাটি জেঙ্কিন্স। ওয়ান্ডার ওম্যান জনপ্রিয় ডিসি কমিকসের একটি চরিত্র। আর এই চরিত্রের ...বিস্তারিত
