সানা খান মুফতি আনাসকে বিয়ে করেছেন
গেলো অক্টোবরে অভিনেত্রী সানা খান ধর্মের টানে মিডিয়া ছাড়ার ঘোষণা দেন । জানা গেছে, সাবেক এই 'বিগ বস' প্রতিযোগী এবার গুজরাতের মৌলানা মুফতি আনাসকে বিয়ে করেছেন তিনি। শুক্রবার সানার বিয়ের খবরে অনেকেই অবাক হয়েছেন। এদিন পরিবারের সদস্যদের উপস্থিতিতে সুরাটে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সারেন সানা খান। খবর জি ২৪ঘণ্টা। বিয়ের অনুষ্ঠানে সানাকে সাদা গাউন, সঙ্গে হিজাব পরেছিলেন। এ সময় মৌলানা মুফতি ...বিস্তারিত