মেয়েকে নিয়ে প্রতিদিন কোথায় যান আনুশকা?
বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা দুই সন্তানের মা হয়েছেন তা বেশিদিন হয়নি। এই অভিনেত্রীর সংসারে এসেছেন নতুন অতিথি ছেলে অকায়। আনুশকা সন্তান ও তার বাবা বিরাট কোহলিকে নিয়ে বেড়াতে যেতে দেখা গেছে। সম্প্রতি ইতুউতি নামের একটি জায়গায় বেড়াতে যান তারা। সেখানে একটি অনুষ্ঠানে মেয়ে ভামিকাকে নিয়ে কথা বললেন আনুশকা। অভিনেত্রী জানালেন, আইসক্রিম খেতে নাকি খুবই ভালোবাসেন তার কন্যা। সম্প্রতি স্লার্পফার্ম ...বিস্তারিত