অজয় ছিলেন শাহরুখ-কাজলের রসায়নে বাধা
একটা সময় বক্স অফিসে তোলপাড় ছিল শাহরুখ-কাজল জুটির সিনেমা। বলিউডে বহু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন এই জুটি। এই দুজনের রসায়ন জমে উঠত প্রেমের ছবিগুলোতে। নব্বই দশকের দর্শকদের কাছে এই জুটি মানে আবেগ। তাদের অভিনীতি কুচ কুচ হোতা হ্যায়, মোহাব্বেতিনসহ বহু সিনেমা আজও দর্শকদের হৃদয়পটে রয়েছে। তবে ক্যারিয়ারের এক দীর্ঘ সময় তারা একসঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ফিরিয়েছিলেন বহু ছবির ...বিস্তারিত