আমার ছেলে দেশকে নিয়ে অনেক ভাবতো: সিনহার মা
আজ সোমবার দুপুরে কান্নাজড়িত কণ্ঠে সংবাদ সম্মেলনে মেজর সিনহা সম্পর্কে তার মা বলেছেন, বলায় নয় কর্মে বিশ্বাসী ছিল আমার ছেলে। দেশকে নিয়ে অনেক ভাবতো। তিনি বলেন, ছেলে আমাকে বলতো, আম্মা আমরা যদি দেশে ভালো কিছু রেখে যাই তাহলে ভবিষ্যৎ প্রজন্ম সেটা অনুসরণ করবে। ‘সিনহা সবসময় ক্রিয়েটিভ কাজ করতে চাইতো, সবসময় সারপ্রাইজ দিতে চাইতো কাজের মাধ্যমে। ও বলতো, আমি আমার মনের খোরাকের ...বিস্তারিত
