জাল টাকার চক্র দেশে ছড়িয়ে পড়ছে
মূলহোতা বেশিরভাগ সময়ই থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। পুলিশের জালে ধরা পড়ে শুধু সরবরাহকারীরা। আবার ধরা পড়ার পর কিছুদিনের মধ্যেই জামিনে বেরিয়ে পুনরায় জড়ায় একই অপরাধে। দেশে জাল টাকার চক্র এভাবেই ছড়িয়ে পড়ছে আনাচে কানাচে। নানা পদক্ষেপ আর অভিযানেও যা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। জাল টাকা পাওয়া সবার জন্যই ক্ষতির, বিশেষ করে স্বল্প আয়ের মানুষের জন্য এ যেন চরম অভিশাপের। সর্বশেষ পরিসংখ্যানে, ...বিস্তারিত
