কে এই দিহান?
গ্রুপ স্টাডির কথা বলে বাসা থেকে বের হয়ে যাওয়ার পর রাজধানীর মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী আনুশকা নুর আমিনকে (১৭) ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে তার প্রেমিক ফারদিন ইফতেখার দিহানের বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার (৮ জানুয়ারি) অভিযুক্ত দিহান আদালতে দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জানা গেছে, দিহানের বাসা রাজধানীর কলাবাগান লেক সার্কাস এলাকায়। গ্রামের বাড়ি রাজশাহী জেলার দুর্গাপুরের রাতুগ্রামে। ...বিস্তারিত