ভয়ংকর আয়নাঘরের প্রমাণ তুলে ধরলো বিবিসি
ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র কয়েকশ গজ দূরে একটি সামরিক ঘাঁটিতে একটি তড়িঘড়ি করে গাঁথা দেয়াল হঠাৎ ভেঙে ফেলা হয়। তদন্তকারীরা আবিষ্কার করেন, এটি ছিল একাধিক গোপন জেলখানা, যা আয়নাঘর নামে পরিচিত। ইট দিয়ে সদ্য বন্ধ করে রাখা একটি দরজা, যার পেছনে লুকিয়ে ছিল ঘন অন্ধকার, জানালাহীন ছোট ছোট কক্ষ। এই গোপন বন্দিশালার খোঁজ মেলে মীর আহমদ বিন কাসেম ও অন্যান্য ...বিস্তারিত