পরিবহন মালিকদের আবেদন, যত সিট তত যাত্রী!
যাত্রীরা হুমড়ি খেয়ে পড়েন বাস থামা মাত্রই। বাস কর্তৃপক্ষ বাড়তি ভাড়ার ফাঁদে ফেলে শুরুর দিকে স্বাস্থ্যবিধি নিয়ে কিছুটা সচেতন ছিল। এখন তার কোনো বালাই চোখে পড়ছে না। তাই আগের ভাড়ায় ফিরতে চান বাস মালিকরা। এর ইমধ্যে এ বিষয়ে সরকারের সঙ্গে দেনদরবার শুরু করেছেন তারা। যাত্রীদের মতে, এতদিন ভাড়া নিয়ে নৈরাজ্য করেছে পরিবহন কর্তৃপক্ষ। নৈরাজ্য বন্ধে পূর্বের ভাড়ায় ফেরার পক্ষে সায় রয়েছে ...বিস্তারিত
