কেন ইলিশের দাম লাগামহীন!
দেশে ইলিশের উৎপাদন এলাকা বলতে আমরা বরিশালকেই বুঝি। যদিও বলা হয়ে থাকে চাঁদপুর ইলিশের ঘাঁটি। কিন্তু বরিশালের ইলিশ স্বাদে অতুলনীয়। বাজারে বরিশালের ইলিশের কদর বেশি আর গ্রাহক পর্যায়ে তার চাহিদা ব্যাপক। সেই বরিশালে এখন ইলিশের আমদানি কম এমন দোহাই দিয়ে ভরা মৌসুমে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। গত শনিবার থেকে এই দাম বেড়েছে বলে ক্রেতামহল থেকে অভিযোগ। এদিকে ইলিশ পাইকাররা বলছে, নদীতে ...বিস্তারিত