ছাত্রলীগ কেন শিবিরকে চিনতে পারেনি?
হাসান শান্তনু: ২০১৩ সাল। আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে তখন 'নাস্তিক্যবাদ প্রশ্রয়' দেয়ার কড়া অভিযোগ। বিএনপি, জামায়াত, হেফাজতের। আওয়ামী লীগের শীর্ষ নেতাদেরকে হজ করে আসার পাশাপাশি দোয়া-দরুদ মুখস্থ করে দলীয় সভায় বেশি বেশি আওড়ানোর নির্দেশ দেন দলপ্রধান শেখ হাসিনা। ফেসবুকের স্ট্যাটাসে সুরা, হাদিস, ধর্মীয় কথা লিখতেও তাদেরকে নির্দেশ দেন তিনি। বামনেতারা 'নাস্তিক'- কথিত এ প্রচারণাও দেশে আছে। আওয়ামী লীগের নেতৃত্বের ১৪ দলীয় ...বিস্তারিত