আমার ধর্মের এবং ব্যবসার হিসাব চাওয়ার তারা কারা: আইমান সাদিক
টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিককে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে৷ এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, হুমকি পাবার পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা আতঙ্কে আছেন৷ তবে তিনি প্রশ্ন করেছেন, আমার ধর্মের হিসাব তাদের কাছে দিতে হবে কেন? আমার ব্যবসার হিসাব চাওয়ারই বা তারা কারা? ডিডাব্লিউ। আয়মান সাদিক রবিবার (৫জুলাই) ফেসবুকে জানান, তাকে ‘ইসলাম-বিরোধী' তকমা দিয়ে হত্যার ...বিস্তারিত