সাদিয়া আক্তারের কবিতা হঠাৎ যদি বল
হঠাৎ যদি বল নিলে তোমায় অনেকটা মানায়, হয়তো মনে হবে হিমুর হাতে কয়েকটি নীল পদ্ম সত্যিই নীল ছিল! না হলে নীলেই কেন এত প্রসন্নতা, নীল নিয়েই কেন আবদার! হঠাৎ যদি বল কালো টিপে তোমায় মানায়, তবে শেষমেশ হয়তো লাল ছেড়ে কালো গোলাপেই উকিঁ দেবে তোমার আমার ভালোবাসা। হঠাৎ যদি বলো তোমার ওই চুলের সুবাস বার বার চাই মাতাল করে আমায় নেশা ...বিস্তারিত