ভাত খাওয়ার পর ক্লান্তি কীসের লক্ষণ!
দুপুর বা রাতে খাবার খাওয়ার পর অনেকেই হঠাৎ তীব্র ক্লান্তি বা ঘুম ঘুম ভাব অনুভব করেন। কারও কারও ক্ষেত্রে তো খাওয়া শেষ হতেই ঘুম এসে যায়। কাজ না থাকলে অনেকে এই সুযোগে একটু ঘুমিয়েও নেন। কারণ চাইলে তো সবসময় ঘুম আসে না—তাই এ সময়টা কাজে লাগান অনেকেই। এই খাওয়ার পর ঘুমঘুম অনুভূতিকে ইংরেজিতে বলা হয় ‘ফুড কোমা’, আর চিকিৎসাবিজ্ঞানে এর নাম ...বিস্তারিত
