বিনোদন ডেস্ক: অস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী এ আর রহমানের বিরুদ্ধে বড় অঙ্কের কর ফাঁকি দেয়ার উঠেছে। মাদ্রাজ হাইকোর্টে তার বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করা হয়েছে ।
আয়কর দপ্তরের অভিযোগ, ২০১১-২০১২ আর্থিক বছরের মধ্যে এই কর ফাঁকি দিয়েছেন এ আর রহমান। আয়কর বিভাগ বিষয়টি নিয়ে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়। এই অভিযোগের ভিত্তিতেই অস্কারজয়ী সংগীত পরিচালককে নোটিস পাঠিয়েছে মাদ্রাজ হাইকোর্ট।
একটি মোবাইল ব্র্যান্ডের সঙ্গে তিন বছরের চুক্তির বিনিময়ে ৩.৪৭ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন এ আর রহমান। কিন্তু এই বড় অংকের অর্থ তিনি সরাসরি ব্যক্তিগত অ্যাকাউন্টে না নিয়ে এ আর রহমান ফাউন্ডেশন নামের স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাকাউন্টে নেন।
আয়কর দপ্তরের দাবি, কোনো ব্যক্তি পারিশ্রমিকের অর্থ শুধুমাত্র ব্যক্তিগত অ্যাকাউন্টে নিতে পারেন। যদি কোনও স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাকাউন্টে নিতে হয়, তাহলে তা আগে নিজের অ্যাকাউন্টে নিয়ে এরপর সেই অর্থ দান করতে হয়। কিন্তু কর ফাকি দেয়ার জন্য এ আর রহমান তা করেননি। আর একারণেই তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।