ফিলিপাইন বলেছে, দক্ষিণ চীন সাগর নিয়ে যদিও চীনের সঙ্গে বিরোধ রয়েছে তারপরেও এই ইস্যুকে কেন্দ্র করে আমেরিকা চীনের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দিয়েছে তা বাস্তবায়নে সহযোগিতা করবে না ম্যানিলা।

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের মুখপাত্র হ্যারি রকি আজ (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি বলেন, ফিলিপাইনি নিজেই তার সিদ্ধান্ত নেবে এবং কোনো বিদেশি সরকারের সিদ্ধান্ত অনুসরণ করবে না। হ্যারি রকি বলেন, “আমাদের দেশ হচ্ছে একটি স্বাধীন দেশ, কারো করদ রাজ্য নয়। ম্যানিলা সব ক্ষেত্রেই তার জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়। আমাদের জাতীয় স্বার্থ হচ্ছে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো সম্পন্ন করা।”

তিনি বলেন, ফিলিপাইনে চীনের যে সমস্ত কোম্পানি বিভিন্ন অবকাঠামো নির্মাণের কাজ করছে তারা তা সম্পন্ন করার সুযোগ পাবে। ফিলিপাইন সরকার দেশজুড়ে ১৮ হাজার কোটি ডলারের প্রকল্প বাস্তবায়নের কাজ করছে

দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের মাছধরা বোটের পাশেই অবস্থান করছে চীনা উপকূলক্ষীদের একটি টহল জাহাজ
এর আগে, গত সপ্তাহে ফিলিপাইনের পরররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন- মার্কিন নিষেধাজ্ঞার কারণে তিনি চীনের সঙ্গে প্রকল্প বাস্তবায়নের কাজ বাতিল করার পরামর্শ দেবেন।

গত বুধবার মার্কিন সরকার চীনের ২৪টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ওয়াশিংটন বলছে, এসব কোম্পানি দক্ষিণ চীন সাগরে চীনের জন্য কৃত্রিম দ্বীপপুঞ্জ নির্মাণের কাজ করছে। দক্ষিণ চীন সাগর নিয়ে চীন ও আমেরিকার মধ্রে কয়েক বছর ধরে তুমুল দ্বন্দ্ব চলে আসছে।